ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

দেশে আশংকাজনক হারে বেড়েছে দলবদ্ধ ধর্ষণ (ভিডিও)

শাকেরা আরজু

প্রকাশিত : ১৩:২৫, ৭ অক্টোবর ২০২২ | আপডেট: ১৩:৫৩, ৭ অক্টোবর ২০২২

দেশে আশংকাজনক হারে বেড়েছে দলবদ্ধ ধর্ষণ। গত ৬ মাসে এর শিকার হয়েছে ২০৩ জন নারী ও শিশু। এদের মধ্যে ২৬ জন কন্যা শিশু দলবদ্ধ ধর্ষণের শিকার। কুৎসিত এই অপরাধ ঠেকাতে অপরাধীদের সাজা দ্রুত বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা। 

২০১৭ সালে টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার শিকার হয়েছিলেন জাকিয়া সুলতানা রুপা। এ ঘটনায় প্রতিবাদ হয় দেশজুড়ে। রুপার মামলাটি এখন উচ্চ আদালতে বিচারাধীন।

সম্প্রতি আবারো দলবদ্ধ ধর্ষণ বেড়েছে। এর বেশিরভাগ শিকার হচ্ছে  শিশুরা। মোবাইল ফোনে পরিচয়সূত্রে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয় এক কিশোরী। আর গাজীপুরে বাসে ডাকাতি ও একজন নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। 
 
আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, গত ৬ মাসে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ৭ থেকে ১২ বছরের তিন কন্যা শিশু। আর ১৩ থেকে ১৮ বছরের মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছে ২৩ জন। নারী ও শিশু ধর্ষণ হয়েছে ৪৯৯টি। 

বেশিরভাগ ক্ষেত্রেই নিম্ন আদালতের রায়ে সাজা দেয়া হয় অপরাধীদের। কিন্ত সাজা কার্যকর করতে আইনী প্রক্রিয়ায় দেরি হওয়ায়, অপরাধীকে অপরাধে উৎসাহ দেয় বলছেন বিশেষজ্ঞরা।

আইন ও সালিশ কেন্দ্রের নীনা গোস্বামী বলেন, পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে ক্ষমতা প্রয়োগের একটা কুৎসিত রূপ ধর্ষণ।

কম আয়ের পরিবারের মেয়ে ও শিশুরা বেশি দলবদ্ধ ধর্ষণের শিকার হচ্ছে। এজন্য আদালতের রায় দ্রুত কার্যকর করার পরামর্শ বিশেষজ্ঞদের। ধর্ষণের সঙ্গা পরিবর্তন ও আইন সংশোধনের তাগিদ দেন তারা। 

এমএম/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি