ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

পাইকারি বিদ্যুতের দাম কত বাড়বে, ঘোষণা আসছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ১৩ অক্টোবর ২০২২

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়বে, নাকি আগের দামই থাকবে সেটি এখন পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বৈঠক ডেকেছে বিইআরসি। এই বৈঠকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্ত বেলা সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবে বিইআরসি।

বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, “পাইকারি বিদ্যুতের নতুন দরের বিষয়টি নিয়ে এখনো আমরা চূড়ান্ত পর্যায়ে যেতে পারিনি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় একটি বৈঠক ডাকা হয়েছে, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। যে আদেশটি দেওয়া হবে সেটা একেবারে তথ্যভিত্তিক হবে।”

বিইআরসি সূত্রে জানা গেছে, গত ১৮ মে বিদ্যুতের পাইকারি (বাল্ক) মূল্যহার বৃদ্ধি নিয়ে বিইআরসিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। আইন অনুযায়ী গণশুনানির ৯০ কার্যদিবসের মধ্যে মূল্যসংক্রান্ত বিষয়ে ঘোষণা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে আগামী ১৪ অক্টোবর শেষ হচ্ছে বিইআরসির নির্ধারিত সময়।

গণশুনানিতে বিপিডিবি বিদ্যুতের দাম ৬৯ শতাংশ বাড়িয়ে ইউনিট প্রতি ৮ টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব করে। বর্তমানে বিপিডিবির সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম গড়ে ৫ টাকা ১৭ পয়সা। গণশুনানিতে বিইআরসির কারিগরি কমিটি ভর্তুকি ছাড়া বিদ্যুতের মূল্য ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করে।  
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি