ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

বঙ্গোপসাগরে জাহাজের সংঘর্ষ, ২ জনের মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ১৪ অক্টোবর ২০২২

বঙ্গোপসাগরে দুই জাহাজের সংঘর্ষে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও চারজন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।

শুক্রবার (১৪ অক্টোবর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

এর আগে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে কাঠতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময়ে একটি জাহাজ আরেকটি জাহাজের মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে জাহাজে থাকা নয়জন পানিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে তিনজনকে উদ্ধার করা হয়।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি