ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘ব্যবস্থাপনার ব্যর্থতায় গ্রিড বিপর্যয়, চাকরিচ্যুত হবেন দায়ীরা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ১৫ অক্টোবর ২০২২

সম্প্রতি জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়ের জন্য ব্যবস্থাপনার ব্যর্থতাকে দায়ী করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এ ঘটনায় দায়ীদের চাকরিচ্যুত করা হবে।

শনিবার (১৫ অক্টোবর) সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ও জাতীয় লোড ডেসপাস সেন্টারের (এনএলডিসির) সমন্বয়ের অভাবে গ্রিড বিপর্যয় ঘটে।

গত ৪ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বারের মত বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। ওইদিন দুপুর ২টায় দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। 

টানা ৬-৭ ঘণ্টা অন্ধকারে ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ ও এর আশপাশের এলাকার কয়েক কোটি মানুষ। 

এর আগে ২০১৪ সালের নভেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ১২ ঘণ্টার ব্ল্যাকআউট হয়। 

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি