ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৮, ১৭ অক্টোবর ২০২২

সরকারি বিপণন সংস্থা টিসিবি নিন্ম আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে সারাদেশে পণ্য বিক্রি শুরু করেছে। এ দফায় সারা দেশের ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবার চলতি অক্টোবর মাসের জন্য টিসিবির পণ্য কিনতে পারবে।

আজ সোমবার রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুলের পশ্চিম দেওয়াল সংলগ্ন স্থানে অক্টোবর মাসের টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, প্রতি কার্ডধারী ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি পেঁয়াজ ক্রয় করতে পারবেন। 

ভোক্তা পর্যায়ে টিসিবির প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫, সয়াবিন তেল ১১০ এবং পেঁয়াজের সর্বোচ্চ খুচরা মূল্য ২০ টাকা।

টিসিবি বলছে, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যের এসব পণ্য ১৭ অক্টোবর (সোমবার) শুরু হয়ে মাসব্যাপী চলবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি