ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

‘জেলা পরিষদ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হয়েছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ১৭ অক্টোবর ২০২২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘জেলা পরিষদ নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে।’ কেন্দ্রে বসে সিসিটিভির মাধ্যমে নির্বাচন মনিটরের প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘আমরা শুরু থেকে শেষ পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণ করেছি। আমরা সন্তুষ্ট, অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন হয়েছে। কোথাও থেকে আমরা অনিয়ম সহিংসতা, গোলযোগ বা গন্ডগোলের তথ্য আমাদের কাছে আসেনি।’ আজ সোমবার দেশের ৫৭টি জেলা পরিষদ নির্বাচন শেষ হওয়ার পর নির্বাচন ভবনে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা টেলিফোনেও সংবাদ পেয়েছি, নির্বাচনটি সুন্দর হয়েছে। সিসিটিভির মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ আমাদের জন্য নির্বাচন পরিচালনায় একটি নতুন অভিজ্ঞতা। এটি আগামীতে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে সুযোগ করে দেবে।’

নির্বাচন কমিশনের অবস্থানের প্রসঙ্গে সিইসি বলেন, ‘প্রথম থেকেই বলে আসছি, আমরা স্বচ্ছ নির্বাচন চাই। আমাদের দায়িত্ব হচ্ছে, ভোটারেরা ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন কী না? আপনারা দেখেছেন আজকে ভোটকক্ষে কোনো দ্বিতীয় ব্যক্তি যায়নি। অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোটাররা ভোট দিয়েছেন। আমরা পর্যবেক্ষণটাকে আরো সমৃদ্ধ করেছি। ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে।’

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় নির্বাচনি সংস্কৃতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বিশ্লেষণে আমরা এখনো যাইনি। আর এটা আমাদের বিষয় নয়। এটা রাজনীতিবিদেরা বুঝবেন। আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করবো না।’

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি