ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডেঙ্গুতে অক্টোবরে রেকর্ড ৮৬ মৃত্যু, ভর্তি প্রায় ২২ হাজার রোগী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৬, ১ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

চলতি বছরের মে মাস থেকে ডেঙ্গু প্রকোপ বাড়তে শুরু করে। এরপর প্রতি মাসেই আক্রান্ত আগের মাসগুলোকে ছাড়িয়ে যায়। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে এসে আক্রান্ত ছাড়িয়েছে দ্বিগুণেরও বেশি। অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২১ হাজার ৯৩২ জন। এসময়ে ডেঙ্গুতে মৃত্যু হয় ৮৬ জনের, যা সেপ্টেম্বরের তুলনায় দ্বিগুণেরও বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সেপ্টেম্বরে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯ হাজার ৯১১ জন। ওই মাসে ৩৪ জনের মৃত্যু হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এবছর ডেঙ্গুজ্বরে এখন পর্যন্ত ১৪১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরে মারা গেছেন ৮৬ জন। এর আগের মাস সেপ্টেম্বরে মারা গেছেন ৩৪ জন। আগস্টে মারা গেছেন ১১ জন। গত জুন মাসে একজন ও জুলাইয়ে ৯ জনের মৃত্যু হয়।

এছাড়া চলতি বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ২৪ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ২৬ হাজার ৬২৩ জন। ঢাকার বাইরে ভর্তি হন ১২ হাজার ৮ জন ডেঙ্গু রোগী।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি