ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

বিদ্যুৎ-জ্বালানি খাতে বিএনপি’র দুর্নীতির ফিরিস্তি তুলে ধরা হবে: নসরুল হামিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৯, ১ নভেম্বর ২০২২

জাতীয় সংসদে প্রতিমন্ত্রী নসরুল হামিদ

জাতীয় সংসদে প্রতিমন্ত্রী নসরুল হামিদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিএনপি’র দুর্নীতির ফিরিস্তি তুলে ধরা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

মঙ্গলবার সংসদে বিএনপি দলীয় সদস্য হারুনুর রশীদের এক প্রশ্নের জবাবে নাইকো, সিদ্ধিরগঞ্জ ও খাম্বা কোম্পানীর দুর্নীতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘তারেক রহমান যে পরিমাণ লুটপাট করেছে, সেই হিসাব আমাদের কাছে আছে। নির্বাচন সামনে আসছে, প্রস্তুত থাকেন। সব দেখাব।’

নসরুল হামিদ বলেন, ‘সংসদ সদস্য (হারুন) অনেক উত্তেজিত হয়ে গেছেন। অনেকে সত্য কথা সহজে নিতে পারেন না। আমিও চাই সংসদে সময় দেন। সেখানে জ্বালানি নিয়ে কথা বলব। নাইকো মামলা নিয়ে যে পরিমাণ প্রমাণ আমাদের হাতে আছে। তাদের নেতা তারেক রহমানের বন্ধু এফবিআই’র কাছে যে পরিমাণ ওপেন সাক্ষাৎকার দিয়েছেন- সেগুলো আমরা দেখাবো। সেই সময় আমি তার (হারুনের) বক্তব্য শুনতে চাই, তিনি কী বলেন। সিদ্দিরগঞ্জ পাওয়ার প্ল্যান্টে যে পরিমাণ টাকা চুরি করেছে, সেগুলোর প্রমাণপত্র আমাদের হাতে আছে। সেগুলোই ডকুমেন্টসহ সংসদের ভিডিও স্ক্রিনে তাদের দেখাবো।’ 

তিনি বলেন, বিএনপি জোট সরকারের সময় অন্ধকারে ১৭ ঘণ্টা ছিলেন। উনি বিদ্যুতের দামের কথা বলেন। অন্ধকারে থাকার যে কষ্ট, সেই কষ্টের কথা বলেন।

তিনি বলেন, ‘বিএনপি’র সময়ে বিদ্যুতের সিস্টেম লস কত ছিল তা কী হারুনুর রশিদ জানেন? উনি ভুলে গেছেন। ৪৪ শতাংশ অপচয় ছিল। এটা দুর্নীতির মধ্যে পড়ে। পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামোখা হয়েছে তারা। বাংলাদেশ এখন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ উদাহারণ হয় বিশ্বের কাছে সাফ চ্যাম্পিয়ন হয়ে। আর ওনারা করেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন। ঘণ্টার পর ঘণ্টা শেষ হয়ে যাবে যদি বক্তব্য দিতে হয় তাদের ব্যাপরে। বিএনপি তো খাদ্যই দিতে পারে নাই। গুলি করে মানুষ মেরেছে। আবার দামের কথা জিজ্ঞেস করেন। আপনারা বিদ্যুৎই দিতে পারেন নাই ১৮ ঘণ্টা। কানসাটে গুলি করে মানুষ মেরেছেন।’

প্রতিমন্ত্রী বলেন, আমার এখনো মনে আছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া টঙ্গিতে বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করতে গিয়েছিলেন। তিনি ঢাকায় পৌঁছাতে পারেননি, তার আগেই সেটা বন্ধ হয়ে গেছে।

এসময় বিএনপি সংসদ সদস্যদের বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে সংসদে কথা না বলার অনুরোধ করে তিনি বলেন, ‘আমি জানি না কোন মুখে আপনারা কথা বলার সাহস করেন। হয়তো লজ্জা-শরম আপনাদের মাঝে নাই। ঘণ্টার পর ঘণ্টা বলতে পারবো। তথ্য না শুধু, প্রমাণাদিসহ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি