ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রূপপুরের কাজ পেছানোর কারণ জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ৯ নভেম্বর ২০২২

কভিড ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন প্রকল্পের কাজ পিছিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার বিদ্যুৎ ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “সঞ্চালন লাইনের কাজ চলছে, নির্ধারিত সময়ের মধ্যে না হলেও খুব একটা বিলম্ব হবে না প্রকল্পকাজ শেষ করতে।”

তিনি বলেন, “কভিডের কারণে রূপপুর সঞ্চালন লাইনের কাজ কিছুটা পিছিয়েছে।”

সাবস্টেশনের কাজ দুইপক্ষের কারণে একটু দেরি হয়েছে। তার পরও আশা করছি, নির্ধারিত সময়েই সব শেষ করা যাবে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি