ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

কঠিন সময় পার করছে দেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ১০ নভেম্বর ২০২২

বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কঠিন সময় পার করলেও পৃথিবীর বাস্তবতায় বাংলাদেশ এখনও ভালো আছে। আতঙ্কিত হওয়ার সময় আসেনি।

তিনি বলেন, মালিক-শ্রমিক সবাই বাস্তবতা জানেন। ইউক্রেনে পৃথিবীর ১০ শতাংশ খাদ্য উৎপাদন হয়, অথচ সেখানে যুদ্ধ চলছে। বাস্তব অবস্থাটা পরিষ্কার করে আপনারা সবাইকে জানান দিন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, শিল্প পুলিশ সব সময় শিল্পখাতের নিরাপত্তায় সজাগ আছে। তারা শিল্প মালিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে। বেসরকারি শিল্পখাতে এখন অগ্রগতি হয়েছে। শিল্প পুলিশ কাজ করছে বলেই আজ শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রয়েছে।

তিনি বলেন, ঢাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠনের ইচ্ছে নেই। রাজধানীতে আর লোক বাড়ানো যাবে না। ঢাকা থেকে বহুল শ্রমের শিল্পপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া হচ্ছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি