ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

দেশের বিমানবন্দরেই হাজিদের ইমিগ্রেশন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ১৪ নভেম্বর ২০২২ | আপডেট: ১৮:২০, ১৪ নভেম্বর ২০২২

দেশের বিমানবন্দরেই হাজিদের শতভাগ ইমিগ্রেশন হবে। এর জন্য সৌদি আরবের বিমানবন্দরে পৌঁছে আর  হয়রানির শিকার হতে হবে না।

সোমবার (১৪ নভেম্বর) এ সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তির খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘গত বছর হজযাত্রীদের ইমিগ্রেশনটা এখানে হয়েছে। এবার চুক্তি হয়েছে এখন থেকে আমাদের হজযাত্রীদের ইমিগ্রেশন আমাদের এখানেই হবে। এটা একটা বড় অর্জন।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২০১১ সালে যখন আমরা হজ করতে গেলাম, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখন হজযাত্রীদের ইমিগ্রেশন বাংলাদেশে হওয়ার বিষয়টি স্থায়ীভাবে হলো।’

সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা চুক্তির বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এটার প্রধান বিষয় হলো— সন্ত্রাসবাদ, মানবপাচার ও অর্থপাচার রোধ করা। মাদকদ্রব্য ও সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করা, সৌদি আরবে দক্ষ জনবল পাঠানো ও ভিসা সহজ করা এবং নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি করা।’

তিনি আরও বলেন, ‘এ চারটি বিষয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী এসেছেন। তার সঙ্গে জননিরাপত্তা বিভাগের এ চুক্তি হয়েছে। এখন সে বিষয়ে মন্ত্রিসভা অনুমোদন করেছে। তবে ফাইন্যান্সিয়াল কিছু বিষয় আছে। সেসব বিষয়ে উনারা ফাইন্যান্স থেকে একটা পর্যবেক্ষণ নেবেন।’

উল্লেখ্য, রোববার (১৩ নভেম্বর) ঢাকায় সফররত সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের নেতৃত্বে বাংলাদেশে আসা প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বৈঠকে এসব চুক্তি সই হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি