ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জঙ্গি ছিনতাইয়ের ঘটনা দুর্ঘটনা: পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১২, ২২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পুলিশের চোখে স্প্রে করে জঙ্গি ছিনতাইয়ের ঘটনাকে দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেন। 

মঙ্গলবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বলেন, "দেশের আইনশৃঙ্খলা বাহিনী খুবই দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন।"

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হওয়ার কিছু নেই বলেও মন্তব্য পররাষ্ট্রমন্ত্রীর। 

এ সময় বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, বেশকিছু কিছু গণমাধ্যম রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করে। কিছু কিছু সাংবাদিক তাদের প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করে। নিজেদের ঘরের বিষয় অন্যের কাছে বলাটা লজ্জাজনক বলেও মন্তব্য করেন মন্ত্রী। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি