ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দ্বিতীয় দিনে নৌ-শ্রমিকদের ধর্মঘট, বেড়েছে ভোগান্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩০, ২৮ নভেম্বর ২০২২ | আপডেট: ১০:৩১, ২৮ নভেম্বর ২০২২

ঢাকার সদরঘাট থেকে ছাড়েনি কোনো লঞ্চ

ঢাকার সদরঘাট থেকে ছাড়েনি কোনো লঞ্চ

Ekushey Television Ltd.

মজুরি বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে রাজধানীসহ সারাদেশে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আর ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বরিশাল থেকে ভোলা, মেহেন্দীগঞ্জ, পাতারহাট, উলানিয়া, ইলিশা,মজুচৌধুরীর হাটসহ অভ্যন্তরীণ ১৪টি রুটে ও সরাসরি ঢাকা-বরিশাল রুটে চলছে এই ধর্মঘট। হঠাৎ করে সকল রুটে নৌ ধর্মঘট দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌ-বন্দর কর্তৃপক্ষ ও আন্দোলনকারীরা জানান, নৌযান ধর্মঘটের জন্য কোন মালবাহী জাহাজ আসা-যাওয়া করেনি। সার, ক্লিংকার, জ্বালানি তেল ও অন্যান্য মালামালবাহী প্রায় ৭২টি জাহাজ বাঘাবাড়ি বন্দরে অবস্থান করলেও মাল আনলোড বন্ধ রয়েছে। 

কর্মবিরতির কারণে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন জাহাজ মালিকরা। 

শ্রমিক নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। 

সর্বনিন্ম ২০ হাজার টাকা বেতন, কর্মস্থলে ও দুর্ঘটনায় মৃত্যুজনিত ১০ লাখ টাকা ক্ষতিপূরণসহ ১০ দফা দাবিতে শনিবার রাত থেকে ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিকরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি