ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নৌ-পরিবহন খাতে সহযোগিতার আগ্রহ ব্রিটেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ৩ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বাংলাদেশের নৌপরিবহন খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ব্রিটেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শুক্রবার লন্ডনে ব্রিটিশ যোগাযোগমন্ত্রী ভেরোনেস ভেরির সঙ্গে সাক্ষাতকালে ব্রিটিশ মন্ত্রী এ আগ্রহের কথা ব্যক্ত করেন।

শনিবার এক সংবাদ বিঞ্জপ্তিতে এ কথা জানানো হয়।

ব্রিটেনের মন্ত্রী বাংলাদেশের শিপবিল্ডিং ও শিপ রিসাইক্লিন খাতেও সহযোগিতার কথা বলেন।

এ সময় নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর নিজামুল হক এবং ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নৌপরিবহন প্রতিমন্ত্রী ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ১২৮তম কাউন্সিল অধিবেশনে যোগ দেয়ার লক্ষে্য ২৯ নভেম্বর লন্ডনে পৌঁছান। 

নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি