ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

জুনের পর ডিজেলে বিদ্যুৎ উৎপাদন নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ৩ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৪:০৮, ৩ ডিসেম্বর ২০২২

আগামী জুনের পর ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বর্তমান বৈশ্বিক ও বাংলাদেশ প্রেক্ষাপটে জ্বালানি পরিস্থিতি নিয়ে শনিবার (৩ ডিসেম্বর) বিদ্যুৎ ভবনে এফইআরবি আয়োজিত সেমিনারে তিনি বলেন, যেসব ডিজেলচালিত বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তির মেয়াদ আগামী বছরের জুনের মধ্যে শেষ হয়ে যাবে, সেগুলোর মেয়াদ আর বাড়ানো হবে না।

গ্রাহকের দোড়গোড়ায় সাশ্রয়ী ও সহনীয় দামে বিদ্যুৎ ও জ্বালানি পৌঁছে দেয়াই মূল চ্যালেঞ্জ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি খাত চাইলে তেল-গ্যাস আমদানি করতে পারে। 

গ্যাসের দাম বেড়ে যাওয়া বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়েছে, এমন মন্তব্য করে নসরুল হামিদ বলেন, “কারণ এখন আমাদের কাছে ডিপ সিতে এক্সেপ্লোরেশনের জন্য অফার আসছে। এর জন্য আগে কোনো পার্টিই পাওয়া যায়নি।”

এএইচএস


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি