ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ক্রিকেট দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ৮ ডিসেম্বর ২০২২

দ্বিতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ।

বুধবার (৮ ডিসেম্বর) রাতে দেয়া অভিনন্দন বার্তায় ভারতকে হারানোর জন্য খেলোয়াড়, কোচ, জাতীয় ক্রিকেট দলের কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান রাষ্ট্রপ্রধান।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার রাতে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে।’

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি