ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সায়েদাবাদ থেকে ছাড়তে শুরু করছে দূরপাল্লার বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ১০ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শেষে রাজধানীর সায়েদাবাদ থেকে ছাড়তে শুরু করেছে দূরপাল্লার বাস। বরিশাল, খুলনা, চট্টগ্রাম, নোয়াখালীসহ বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সমাবেশকে কেন্দ্র করে যান চলাচল ছিল অনেকটা কম। সমাবেশ থেকে সংঘর্ষের আশঙ্কা ও যাত্রী না থাকায় গাড়ি না ছাড়লেও বিকেল ৪টা থেকে যাত্রী চাপ বাড়ায় ছাড়তে শুরু করেছে পরিবহন।

শ্যামলী কাউন্টারের ম্যানেজার সুমন গণমাধ্যমে বলেন, কিছুক্ষণ আগে (বিকেল ৪টা) কাউন্টার খুললাম। সকাল থেকে তো যাত্রী কম, আর গাড়ি বের করলে ভাঙচুর হয় কি না সেই আতঙ্কও ছিল। তাই গাড়ি সেভাবে ছাড়া হয়নি। হেড অফিস থেকে এখন কাউন্টার খুলতে বলা হয়েছে। কিছুক্ষণ পর গাড়ি ছাড়তে শুরু করবে।

হিমাচল এক্সপ্রেস কাউন্টারের এক কর্মী বলেন, আমাদের কাউন্টার সকাল থেকে বন্ধ ছিল, কিছুক্ষণ আগে খুলেছি। এখন গাড়ি চলাচল শুরু করছে। যাত্রী না থাকায় গাড়ি সেভাবে ছাড়া হয়নি। এখন কিছু যাত্রী আসছে তাই গাড়ি ছাড়ছি। তবে সমাবেশের আতঙ্কেই আমরা ঝুঁকি নিয়ে গাড়ি ছাড়িনি। এখন যেহেতু সমাবেশ শেষ তাই গাড়ি ছাড়া শুরু করেছি। যাত্রীও হচ্ছে মোটামুটি ভালো।

খুলনার উদ্দেশ্যে যাত্রা করা এক যাত্রী বলেন, ‘আমি সকালেই যেতে চেয়েছিলাম। একবার এসে ফিরে গেছি, কারণ তখন গাড়ি ছাড়েনি। যাত্রী না থাকায় একটি বাসে উঠলেও পরে যাবে না বলে জানানো হয়। এখন বিকেলে এসে বাস পেয়েছি। রওনায়া হয়েছি।’

এর আগে সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে যানবাহন চলাচল অনেকটা বন্ধ ছিল। মাঝে মাঝে দু-একটি গাড়ি চললেও যাত্রীর সংখ্যা ছিল খুবই কম। তবে সকাল থেকে গাড়ির কাউন্টারগুলো ছিল বন্ধ।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি