ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মন্ত্রিপরিষদের নতুন সচিব কবির বিন আনোয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ১১ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৩:১৬, ১১ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির নির্দেশে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অবসরে যাচ্ছেন আগামী ১৫ ডিসেম্বর। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

১৯৮৫ ব্যাচের এই কর্মকর্তা মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি