ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফারদিন হত্যায় বুশরার সংশ্লিষ্টতা নেই: ডিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ১৫ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) জানিয়েছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ নিহতের ঘটনায় তার বান্ধবী আয়াতুল্লাহ বুশরার সংশ্লিষ্টতা নেই।

ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ বৃহস্পতিবার গণমাধ্যমকে এসব তথ্য জানান।

এর আগে আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে প্রায় তিন ঘণ্টা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন ফারদিনের সহপাঠীরা। আগে হত্যা বললেও এখন পুলিশ কেন ‘আত্মহত্যা’ বলছে, সেই প্রমাণ দেখতে তারা ডিবি কার্যালয়ে যান। ডিবি কার্যালয় থেকে বেরিয়ে শিক্ষার্থীরা বলেন,  “আমরা ‘অনেকটা সন্তুষ্ট’। আলামত দেখার পর তা ‘প্রাসঙ্গিক’ মনে হচ্ছে। তবে কিছু জায়গায় হয়ত গ্যাপ আছে।”

বুশরা কবে মুক্তি পেতে পারেন সে বিষয়ে কিছু বলেননি ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ। গত ৪ নভেম্বর রাজধানীর রামপুরা থেকে নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকায় যান বুয়েটছাত্র ফারদিন নূর পরশ। নিখোঁজের তিনদিন পর (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। ফারদিনের মরদেহ উদ্ধারের পর তার বাবা রাজধানীর রামপুরা থানায় মামলা করলে ফারদিনের বান্ধবী বুশরাকে আটক করে পুলিশ। তাকে রিমান্ডেও নেওয়া হয়।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি