ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

বিজয় দিবসে সিজিএ কার্যালয়ে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ১৬ ডিসেম্বর ২০২২ | আপডেট: ২১:৩৭, ১৬ ডিসেম্বর ২০২২

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে (সিজিএ) অনুষ্ঠিত হলো স্বেচ্ছা রক্তদান কর্মসূচি। এতে সিজিএ’র ৩৯ জন কর্মকর্তা-কর্মচারী মানব কল্যাণে স্বেচ্ছায় রক্তদান করেন। সকাল সাড়ে দশটায় শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে মহতী এ কার্যক্রম। 

কোয়ান্টাম ফাউন্ডেশন মিডিয়া সেলের সহযোগিতায় রাজধানীর সেগুনবাগিচাস্থ সিজিএ কার্যালয় চত্বরে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিএএফও ফাতেমা ইয়াসমিন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিএএফও কাজী কাইয়ুম হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সিএএফও খাইরুল বাশার মোহাম্মদ আশফাকুর রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিএএফও মো. নুরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে রক্তদানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন ডা. আহমদ মরতুজা চৌধুরী। 

বর্তমান সময়ের ডেঙ্গুসহ নানা কারণে রক্ত চাহিদার ঘাটতি পূরণে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান আলোচকরা। তারা বলেন, রক্তদান মানবিক সেবার অন্যতম কাজ। এটি স্রষ্টাকে পাওয়ার হাইওয়ে। জীবে সেবার এমন কাজের মধ্য দিয়ে আমরা স্রষ্টাকেও খুঁজে পেতে পারি। পুরো কার্যক্রম আয়োজনের জন্যে হিসাব মহানিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান বক্তারা।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি