ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

‘মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তায় কোন ঘাটতি ছিল না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ১৮ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৫:৫৫, ১৮ ডিসেম্বর ২০২২

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার কোন ঘাটতি নেই, ছিলও না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুরে আইন শৃংখলা কমিটির মিটিং শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে একথা বলেন মন্ত্রী। 

তিনি বলেন, “মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যে শাহীনবাগ যাবেন সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো দরকার ছিল। তবে ঘটনার সময় পুলিশ সেখানে ছিল, কোন ধরনের সমস্যা হয়নি।”

আসাদুজ্জামান খান কামাল বলেন, “মার্কিন রাষ্ট্রদূতের বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এরপর আর ব্যাখ্যার প্রয়োজন নেই। তবে মার্কিন রাষ্ট্রদূত যে বাড়িতে গেছেন, তার পাশের বাড়ির কয়েকজন কিভাবে এ খবর জেনেছে তা আমি জানি না।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “চারজন রাষ্ট্রদূতকে অতিরিক্ত নিরাপত্তা দেয়া হয়ে থাকে, তারমধ্যে মার্কিন রাষ্ট্রদূত একজন। তিনি যখন কোথাও যাওয়া-আসা করেন, তখন তার আগে-পরে আমাদের পুলিশ বাহিনী নিরাপত্তা দিয়ে থাকে। তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এরকম কথা আমরা কখনও শুনিনি।”
 
বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গারা যেন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সেজন্য নিরাপত্তা বাড়ানো রয়েছেও বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি