ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচন নিয়ে নতুন করে বিএনপির সঙ্গে সংলাপের সুযোগ নেই: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৬, ২২ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন,‌ ‘বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু তারা সেই অনুরোধ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। এক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন করে বিএনপি কিংবা অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের সুযোগ নেই।’

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের দরবার হলে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় ইভিএম প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএম মেশিন অনেক দাম দিয়ে কিনতে হয়েছে। এগুলোর রক্ষণাবেক্ষণ জরুরি। 

তিনি বলেন, বেশ কিছু ইভিএম মেশিন নষ্ট হয়েছে, কিছু নষ্ট হওয়ার পথে। পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো বাজেট পাওয়া গেলে সেগুলো রক্ষণাবেক্ষণে সহায়ক হবে।

এ সময় জেলা প্রশাসক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির ও পটুয়াখালীর পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি