ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মেট্রোরেল উদ্বোধনে প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু পরিষদের অভিনন্দন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ২৮ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

মেট্রোরেল উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক। 

বুধবার এক যুক্ত-বিবৃতিতে বাংলাদেশে উন্নয়নের নতুন মাইলফলক মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে তারা বলেন, বাঙ্গালির জন্য আজ এক ঐতিহাসিক দিন। পদ্মা সেতুর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম যোগাযোগ উন্নয়ন প্রকল্প মেট্রোরেলের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে এক নতুন মাইলফলক যুক্ত হলো। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কষ্ট লাঘবে নিরলসভাবে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাকে বাস্তবায়নের লক্ষ্যে জাতির ইতিহাসে নতুন নতুন চ্যালেঞ্জিং যাত্রা হাতে নিচ্ছেন, আর দেশ পাচ্ছে উন্নয়নের নতুন নতুন মাত্রা। শেখ হাসিনা কর্তৃক পুরোপুরি ডিজিটাল প্রযুক্তির এই মেট্রোরেল চালুর মাধ্যমে বাংলাদেশে অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থার সূচনা হলো, যা স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এ জন্য তাঁকে আন্তরিক অভিনন্দন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি