ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বিদ্যুতের পর এবার বাড়লো গ্যাসের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ১৮ জানুয়ারি ২০২৩

বিদ্যুতের পর এবার শিল্পখাতে বাড়লো গ্যাসের দাম। এক ধাপে শ্রেণীভেদে প্রায় আড়াইগুণ করা হয়েছে মূল্য। এখাতে প্রতি ইউনিট গ্যাসের দাম ১১ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকায় উন্নীত করা হয়েছে। 

তবে চা শিল্প, সিএনজি ও খাতে গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে। গ্যাসের নতুন মূল্য আগামী মাস থেকে কার্যকর হবে।

সম্প্রতি নির্বাহী আদেশে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়। এবার একই পন্থায় বাড়লো গ্যাসের দাম। 

আকস্মিক এক প্রজ্ঞাপন দিয়ে জ্বালানি মন্ত্রণালয় জানায়, ফেব্রয়ারি থেকে ক্যাপটিভ পাওয়ার খাতে প্রতি ঘনমিটার গ্যাসে গুণতে হবে ৩০ টাকা। যা এখন ১৬ টাকায় পাচ্ছেন শিল্পখাতের উদ্যোক্তারা। 

এছাড়া বৃহৎ শিল্পে ১১ টাকা ৯৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা, মাঝারি শিল্পে ১১ টাকা ৭৮ পয়সা  থেকে ৩০ টাকা এবং ক্ষুদ্র শিল্পে ১০ দশমিক ৭৮ টাকা থেকে প্রতি ঘনমিটারের দাম ৩০ টাকায় উন্নীত করা হয়েছে।   

বাণিজ্যিক গ্যাস সংযোগে প্রতি ঘনমিটারের দাম ২৬ টাকা ৬৪ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

গ্যাসের দাম বাড়ছে বিদ্যুৎ খাতেও। এ খাতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৫ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা করা হয়েছে। 

এদিকে, গ্যাসের দামের বোঝা সরাসরি ভোক্তার ওপর চাপানো হয়নি। আবাসিক, সিএনজি ও চা শিল্পে বাড়ছে না দাম।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি