ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘পুরানো হাসপাতালগুলো ১ হাজার বেডে উন্নীত হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ১৯ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আট বিভাগের পুরানো বড় হাসপাতালগুলো ১ হাজার বেডে উন্নীত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, শেরেবাংলা মেডিক্যাল কলেজের প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেছি। যে চিত্র দেখলাম সেটা খুব ভালো মনে হয়নি। কারণ অনেক বেশি রোগী, ফ্লোরে পা ফেলার জায়গা নাই। নতুন ইউনিটের ফ্লোর-বারান্দায়ও দেখলাম অনেক রোগী।

তিনি আরও বলেন, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই, বাংলাদেশের প্রতিটা রোগী বেডে থেকে চিকিৎসা নিবেন, সম্মানের সঙ্গে চিকিৎসা নিবেন। এটিই প্রধানমন্ত্রীর অঙ্গিকার এবং তার নির্দেশনা। আমরা সেই চেষ্টা করছি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে আট বিভাগের পুরনো হাসপাতালকে ১ হাজার বেডে বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছি। যার মধ্যে বরিশাল মেডিক্যাল কলেজও রয়েছে। এখন দেখছি, ১ হাজার বেডেও কাজ হবে না, আরও বেশি লাগবে। পুরনো অবকাঠামোতে হবে না, এখানে নতুন অবকাঠামোর প্রয়োজন রয়েছে।

পরে বরিশালে নির্মাণাধীন ২শ’ শয্যার শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী।

এসময়ে মন্ত্রীর সঙ্গে অতিরিক্ত সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের ডিজি, চীফ ইঞ্জিনিয়ার এবং স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি