ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শীত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৭, ২৭ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

কয়েক সপ্তাহ হাড় কাঁপানো শীতের পর গত সপ্তাহ থেকে কমতে থাকে শৈত্যপ্রবাহ, বাড়তে থাকে তাপমাত্রা। এরই মধ্যে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে হঠাৎ করেই কুয়াশার ঘনত্ব বাড়তে শুরু করে।

শুক্রবার সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার রাত থেকেই কুয়াশার প্রবণতা বেড়েছে। সকালের দিকে তা আরও তীব্রতর হয়। তবে এ কুয়াশার সঙ্গে শীত ফিরে আসার সম্পর্ক তেমন নেই।

তিনি বলেন, এ সময় কুয়াশার প্রবণতা স্বাভাবিক। বায়ুপ্রবাহ কুয়াশার সঙ্গে বেশি সম্পর্কযুক্ত। গত কয়েকদিন ঢাকায় বায়ুপ্রবাহের গতি ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটারের ভেতরে। বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বনিম্ন এটি ৬ কিলোমিটারে নেমে আসে। বায়ুর বেগ কমে যাওয়ায় কুয়াশা দৃশ্যমান হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সেটি হয়তো কিছুটা কমেছে। তবে শীতের অনুভূতি কুয়াশার কারণে বেড়েছে তেমনটি ভাবার কোনো কারণ নেই।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি