ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

অ্যামাজনে যোগ দিলেন বাংলাদেশি প্রকৌশলী আখতার আল আমিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৪, ২৭ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৫:৪৫, ২৭ জানুয়ারি ২০২৩

বিশ্বের অন্যতম সফটওয়্যার প্রতিষ্ঠান অ্যামাজনে যোগদান করলেন বাংলাদেশি প্রকৌশলী আখতার আল আমিন।

আখতার আল আমিনের জন্ম ও বেড়ে ওঠা খুলনায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেছেন খুলনা পাবলিক কলেজ থেকে। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি ইঞ্জিনিয়ারিং সমাপ্ত করেন। 

বিএসসি ইঞ্জিনিয়ারিং-এর পর কিছুদিন বাংলাদেশের সফটওয়্যার প্রতিষ্ঠান আই পে-তে চাকরি করেন। এরপর আমেরিকান সরকারের ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান আরআইটিতে পিএইচডি করতে আমেরিকায় গমন করেন। 

আরআইটি থেকে পিএইচডি'র পরে অ্যামাজনে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এ বছর যোগদান করলেন তিনি। ঈর্ষণীয় বেতনে যোগদানকারী এ প্রকৌশলী বলেন, দেশকে ভালোবাসি। দেশের সেবায় আত্মনিয়োগ করতে বাংলাদেশেই বিনিয়োগ করতে চাই। 

দুই ভাই বোনের মধ্যে আখতার আল আমিন ছোট। বড় বোন খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্স মাস্টার্স করেন। পিতা গণিতের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মাতা গৃহিণী। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি