কূটনীতিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত
প্রকাশিত : ০৮:৪৭, ২৯ জানুয়ারি ২০২৩
বাংলাদেশের গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে বিদেশি কূটনীতিকদের পরিচয় করিয়ে দিতে ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের সৌজন্যে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার সঙ্গে বিদেশি কূটনীতিকদের পরিচয় করিয়ে দিতে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী এ পিঠা উৎসব উপভোগের জন্য অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্বাগত জানান।
পিঠা উৎসবে বিদেশি অতিথিরা বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ গ্রহণ করে মুগ্ধ হন এবং বাংলাদেশি খাবারের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে ঢাকাস্থ বিদেশি কূটনীতিক, বাংলাদেশের সংসদ সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এএইচ
আরও পড়ুন