ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বই না পেলে শিক্ষকরা ওয়েবসাইট থেকে পড়াতে পারেন: শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ৩ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

দেশের কোথাও কোনো কারণে পাঠ্যবই পৌঁছতে দেরি হলে ওয়েবসাইট থেকে বই নিয়ে পড়াতে শিক্ষকদের পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বই যাদের বাকি ছিল তাদের সব বই ২৫ জানুযারির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এরপরও যদি কোথাও কোনো কারণে বই পৌঁছাতে দেরি হয়ে তাহলে অবশ্যই আমি তা দেখবো। তবে আমি সবাইকে বলবো ওয়েবসাইটে প্রত্যেকটি বই দেওয়া আছে। কাজেই বই পৌঁছাতে ব্যত্যয় ঘটলে ওয়েবসাইট থেকে বই নিয়ে শিক্ষকরা তা পড়াতে পারবেন।’

ডা. দীপু মনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশের যাত্রায় আমাদের রাজনীতিকেও স্মার্ট হতে হবে। মানুষ এবং দেশ এটি সবার আগে। মিথ্যাচার, অপপ্রচার, মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে পুড়িয়ে মারা কোনোভাবেই স্মার্ট বাংলাদেশের স্মার্ট রাজনীতির অংশ হতে পারে না। মৌলবাদ, সাম্প্রদায়িকতা,  ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে ভেদাভেদ করা এবং কোনো মানুষ না খেয়ে থাকবে আর অন্যেরা অর্থ বৃত্তের পাহাড় গড়ে তুলবে তা স্মার্ট রাজনীতিতে হতে পারে না। কাজেই যারা এই অপরাজনীতির চর্চা করেন তারা স্মার্ট রাজনীতির জন্য হলেও সঠিক রাজনীতির চর্চায় আসতে হবে।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসডু পাটোয়ারীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি