ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধু কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি’র ৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেছেন বঙ্গবন্ধু পিয়েরে-ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্র। 

বৃহস্পতিবার সকাল ১১টায় গাজীপুরে প্রতিষ্ঠানটির এ আয়োজনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কৃষিমন্ত্রীসহ ব্রি’র কর্মকর্তারা। 

ইনস্টিটিউটে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ধান গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকার প্রধান। 

পরিদর্শন করেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি গবেষণা কাউন্সিলের কৃষি প্রযুক্তি কেন্দ্র। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি