ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ১৪:৩৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঁচ দিনের সরকারি সফরে আজ কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি। ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত জেলার মিঠামইন, করিমগঞ্জ ও সদর উপজেলা সফর করবেন রাষ্ট্রপতি। 

সফরের দ্বিতীয় দিন রাষ্ট্রপতি মিঠামইনের কামালপুরের নিজ বাড়িতে অবস্থান ও রাত্রিযাপন করবেন। সফরের তৃতীয় দিন করিমগঞ্জ উপজেলায় নিজ নামে স্থাপিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিদর্শন করবেন। 

এদিকে, দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা মিঠামইন যাচ্ছেন। 

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ইটনা, মিঠামইন, অষ্টগ্রামসহ পুরো জেলায় সাজ সাজ রব। 

প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ১০টায় মিঠামইনে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন। বিকালে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি