ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর ভাষণ বিকেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৬, ১১ মার্চ ২০২৩

আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে নগরীর সার্কিট হাউজ ময়দানে আওয়ামীলীগ আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় জনসভায় ভাষণ দেবেন তিনি। 

এর আগে হেলিকপ্টারে দুপুরে স্টেডিয়াম মাঠে নামবেন। পরে সার্কিট হাউজে বিশ্রাম নিয়ে ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর আগমনে নতুন রুপে সেজেছে ময়মনসিংহ নগরী। নেতাকর্মীসহ সাধারন মানুষের মাঝে আনন্দের বন্যা বইছে।

সার্কিট হাউজ মাঠে নৌকার আদলে বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সার্বিকভাবে প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রশাসনসহ দলীয় নেতাকর্মীরা সকল প্রস্তুতি গ্রহণ করেছেন। 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০১৮ সালের ২ নভেম্বর সর্বশেষ ময়মনসিংহে গিয়েছিলেন এবং সার্কিট হাউজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দিয়েছিলেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি