ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বুধবার গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪২, ১৪ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট এর সভাপতি শেখ হাসিনা আগামীকাল বুধবার সকালে গাজীপুরের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজ গভর্নিং বডি এবং কেপিজে হেলথ কেয়ার বারহাদ এর দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কাশিমপুরের তেতুইবাড়িতে ট্রাস্ট পরিচালিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের দ্বিতীয়  স্নাতক সমাপনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন তিনি। প্রতিষ্ঠানটি কার্যক্রম চালাচ্ছে মালয়েশিয়ার কেপিজে হেলথ কেয়ার বারহাদের সহায়তায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সেখানকার সিইও তৌফিক বিন ইসমাইল, অংশ নেবেন কেপিজে হেলথকেয়ার  ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এমেরিটাস দাতো ডাক্তার লোকমান সাইম। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি