ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক: শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ১৪ মার্চ ২০২৩ | আপডেট: ২০:২০, ১৪ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

নতুন প্রজন্মের শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

মঙ্গলবার দুপুরে চাঁদপুরে জেলা প্রশাসন অলিম্পিয়ার্ডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন কিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, স্মার্ট নাগরিক মানে, নিজে নিজে চিন্তা করতে শেখা, সৎ, পরমশহিষ্ণু, অসাম্প্রদায়িক, মানবিক, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ। আর নতুন শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা এগুলোই শিখবে। 

তিনি অলিম্পিয়ার্ড প্রতিযোগিতা শিক্ষার্থীদের এগিয়ে নেবে এবং দেশে এবং বিদেশের সর্বত্র নানান সাফল্য অর্জনেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল মাধ্যমিক পর্যায়ের ৭ম ও ৮ম শ্রেণির ইংরেজি বানান প্রতিযোগিতা, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, জীববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় জেলার প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি