ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

তিস্তার পানি উজানে সরানোর খবরের ব্যাখ্যা চাইবে ঢাকা

মুহাম্মদ নূরন নবী, একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ১৬ মার্চ ২০২৩ | আপডেট: ২১:২৫, ১৬ মার্চ ২০২৩

তিস্তার পানি উজানে সরিয়ে নেয়ার যে খবর প্রকাশ হয়েছে তা হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। ঘটনা সম্পর্কে দিল্লির কাছে ব্যাখ্যা চাইবে ঢাকা। সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব বলেন  পররাষ্ট্রমন্ত্রনালয়। এমনকি জাতিসংঘের পানি সম্মেলনে ব্যাপারটি তুলেও ধরবে বাংলাদেশ।

খরস্রোতা নদী হিসেবে তিস্তা সবসময়ই ছিল আলোচনায়।  

উত্তরের প্রাণবৈচিত্র্য তথা জীবনপ্রণালি গড়ে উঠেছে তিস্তার প্রবহমানতা ঘিরে। বহুল প্রত্যাশিত এ নদীর পানিবণ্টনের ব্যাপারটি সুরাহা হয়নি এখনও। বিদ্যমান সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনা এখনো চলমান।

শীতের শেষে তিস্তা যখন ধুসর মরুময় তখন অনাকাঙিক্ষত খবর জানালো কলকাতার বিভিন্ন পত্রিকা। ব্যারেজ এলাকায় দুটি খাল থেকে পানি সরাচ্ছে পশ্চিমবঙ্গের সেচ বিভাগ। 

এমন খবরের পর ব্যাপারটিকে সহজভাবে নিচ্ছে না ঢাকা। 

"আমি বলেছি চিঠি দেওয়ার জন্য। অফিসিয়ালি তারা আমাদের বলুক। কারণ মিডিয়ার নিউজটা কতটা সত্য তা আমারাতো বুঝতে পারছি না।" বলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রীজাহিদ ফারুক।

খবরে আরও বলা হয়, ভারতের জলপাইগুড়ি ও কুচবিহার জেলায় সেচ কাজে ব্যবহার হবে তিস্তার পানি। অনুষ্ঠিতব্য পানি সম্মেলনে তাই খবরটি নজরে আনবে ঢাকা। উল্লেখ্য, এ মাসের ২২ তারিখে নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথম পানি সম্মেলন। 

পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বলেন, "ওয়াটার কফারেন্সে এ বিষয়ে কথা হবে। আমরা আশা রাখছি আলোচনার মাধ্যমেই আমরা এ সমস্যার সমাধান করব।"

মিয়ানমারের সফররত প্রতিনিধিদল সাড়ে চার'শ রোহিঙ্গার তথ্য যাচাই করছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি