ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রোজায় বাজার নিয়ন্ত্রণে মাঠে থাকবে ভ্রাম্যমান আদালত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৫, ২২ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

যথেষ্ট মজুদ থাকার পরও নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দুষলেন শিল্প প্রতিমন্ত্রী। আর শিল্পমন্ত্রী জানিয়েছেন রোজায় বাজার নিয়ন্ত্রণ আর খাদ্যের মান নিশ্চিতে মাঠে থাকবে ভ্রাম্যমান আদালত। 

বেশ কিছু দিন ধরেই  নিত্যপণ্যের বাজার চড়া। এ অবস্থায় রোজায় বাজার স্বাভাবিক রাখতে ও খাদ্যপণ্যে মান নিশ্চিতে নিয়ে শিল্প মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন। 

এসময় শিল্পমন্ত্রী জানান, খাদ্য পণ্যের যথেষ্ট মজুদ আছে। রোজায় দাম বাড়ার কোন কারণ নেই। 

সিন্ডিকেটর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন শিল্প প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, বিভিন্ন হোটেল-রেস্তোরায় এখন মরা মুরগির মাংস বিক্রি হচ্ছে। 

রোজায় ভ্রাম্যমান আদালতের পরিধি ও সংখ্যা বাড়ানো হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 

এছাড়াও জানানো হয়, ইফতার ও  সেহরীর ব্যবহার হয় এমন ৭শ ৭৪ টি পন্যের নমুনা পরীক্ষা করেছে  বিএসটিআই। তার মধ্যে ১৪টি পাওয়া যায় নিম্ন মানের।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি