ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নূরে আলম সিদ্দিকীর দ্বিতীয় জানাজা সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ২৯ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকীর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার বিকালে রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার জানাজা সম্পন্ন হয়। 

জানাজার পূর্বে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। পরে রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্তরের মানুষ নূরে আলম সিদ্দিকীকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। 

এর আগে বুধবার সকালে ঢাকা থেকে নিজ জন্মভূমি ঝিনাইদহে তার প্রথম জানাজা সম্পন্ন হয়। এসময় বিভিন্ন স্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে জানাজার পূর্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।

সাভারে নিজের নির্মিত মসজিদ প্রাঙ্গণে নূরে আলম সিদ্দিকীকে দাফন করা হবে। 

উল্লেখ্য, আজ বুধবার ভোররাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের এই কিংবদন্তি ছাত্রনেতা। তিনি ১৯৪০ সালের ২৬ মে যশোরের ঝিনাইদহ মহকুমায় জন্মগ্রহণ করেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি