ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট শুধুমাত্র অনলাইনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২০, ৩০ মার্চ ২০২৩

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকেট শুধুমাত্র অনলাইন অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রয় করা যাবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রেলপথ মন্ত্রণালয়। আগামী ৭ থেকে ৩০ এপ্রিল এই টিকিট ক্রয় করা যাবে।

টিকেট ক্রয়ের জন্য রেলওয়ে টিকেটিং ওয়েব পোর্টাল ‘রেল সেবা’ অ্যাপ বা যে কোন মোবাইল হতে এসএমএস করার মাধ্যমে জাতীয় পরিচয় পত্র (এনআইডি), পাসপোর্ট, জন্মনিবন্ধন যাচাইপূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

আগামী ১ এপ্রিল শনিবার থেকে যাত্রার ১০ (দশ) দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকেট অগ্রিম হিসেবে বিক্রয় করা হবে। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকেট আগামী ৭ এপ্রিল থেকে ইস্যু করা হবে।

এবারের ঈদুল ফিতরের অগ্রিম ও ফেরত যাত্রার টিকেট শতভাগ অনলাইনে বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। (বাসস)

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি