ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৩, ৩০ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

ঈদে নৌ-যানের ভাড়া না বাড়ানোসহ নির্বিঘ্নে ঘরে ফেরার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে ঈদ যাত্রার প্রস্তুতিমূলক সভা শেষে একথা জানান মন্ত্রী।

তিনি বলেন, যতোই সমালোচনা হোক না কেন পদ্মাসেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে না। ঈদের আগে ও পরের ৩ দিন পচনশীল পণ্য ছাড়া ট্রাক ও কাভার্ডভ্যান বন্ধ থাকবে বলেও জানান তিনি। 

ঈদের সময় কালবৈশাখীর সম্ভাবনা থাকায় সবাইকে সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা মানার আহবান জানান প্রতিমন্ত্রী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি