নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে প্রজন্ম ৭১’র শোক
প্রকাশিত : ১৯:১৪, ৩০ মার্চ ২০২৩ | আপডেট: ১৯:১৬, ৩০ মার্চ ২০২৩
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা, ১৯৭০-১৯৭২ সাল পর্যন্ত ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে প্রজন্ম ৭১।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট চার ছাত্র নেতা চার খলিফা হিসেবে সুপরিচিত তাদের অন্যতম ছিলেন নূরে আলম সিদ্দিকী। তিনি ছয় দফা আন্দোলন, শিক্ষা আন্দোলনসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেন। ছয দফা আন্দোলন কালে তিনি বঙ্গবন্ধুর সাথে কারাবরণও করেন। তিনি ছিলেন অনন্যসাধারণ বক্তা। তুখোড় ছাত্রনেতা সিদ্দিকী বঙ্গবন্ধুর নেতৃত্বে ছয় দফার পক্ষে কাতারবন্দী হতে জনগণকে তার অনলবর্ষী বক্তৃতার মাধ্যমে উদ্বুদ্ধ করতেন।
ঐতিহাসিক সত্তরের নির্বাচন বানচাল করার সকল অপচেষ্টা নস্যাত করতে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে নূরে আলম সিদ্দিকী ভূমিকা পালন করেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর তিনি বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা মহাসচিব ও জাতীয় সংসদ সদস্য ছিলেন।
প্রজন্ম ৭১ শোকবার্তায় আরও জানায়, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতির এই সাহসি সন্তানের অবদান পরবর্তী প্রজন্ম চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।
এমএম/
আরও পড়ুন