ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নতুন জনশক্তি বাজার খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৯, ২ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৪:৩৯, ২ এপ্রিল ২০২৩

বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নতুন জনশক্তি বাজার খোঁজার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে দূতাবাসগুলোকে নির্দেশ দিয়েছেন- শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করতে হবে।

রোববার গণভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বিতীয় বৈঠকে সূচনা বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের নতুন কর্মসংস্থানের ক্ষেত্র এবং নতুন দেশ (জনশক্তি পাঠানোর জন্য) খুঁজে বের করতে হবে। আমরা এমন ধরনের প্রশিক্ষণের (কর্মীদের জন্য) ব্যবস্থা করব যা একটি দেশের প্রয়োজন।’ 

সরকার ইতিমধ্যে কয়েকটি নতুন দেশে কর্মী পাঠানো শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দক্ষ জনশক্তি পাঠাতে হবে এবং সে জন্য আমরা কর্মীদের জন্য বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।’

তিনি আরও বলেন, ‘যদি আমরা যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি পাঠাতে পারি, তাহলে আমাদের অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জনের বড় সুযোগ রয়েছে।’

বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা কীভাবে ভালো থাকবেন এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করবেন সে বিষয়েও তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

হুন্ডি এড়িয়ে ব্যাংকের মাধ্যমে বৈধভাবে টাকা পাঠাতে প্রবাসীদের আহবান জানান সরকার প্রধান। দালালের দৌরাত্ম কিংবা ধোঁকাবাজি থেকে রেহাই পেতে ডিজিটাল সেন্টার থেকে অনলাইনে আবেদনেরও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি