ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

পদ্মাসেতু হয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৯, ৪ এপ্রিল ২০২৩

ফরিদপুরের ভাঙা থেকে পদ্মাসেতু হয়ে মাওয়া পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুর একটা ২০ মিনিটে এর উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। পরে ছয় বগির একটি বিশেষ ট্রেন পদ্মা সেতু হয়ে মাওয়ার উদ্দেশে যাত্রা করে। 

পরীক্ষামূলক ট্রেনের প্রথম যাত্রী হয়েছেন রেলমন্ত্রী। তার সঙ্গে ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটন, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, ইকবাল হোসেন অপু, নাহিম রাজ্জাক, স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন প্রমুখ।

এর আগে দুপুর ১২টার দিকে একটি গ্যাং কার ট্রেন ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশে যাত্রা করে। ট্রেনটি আবার সেতু পার হয়ে মাওয়া থেকে ভাঙ্গা জংশনে ফিরবে। 

পরীক্ষামূলক ট্রেন চলাচল উপলক্ষে ভাঙা স্টেশনকে সাজানো হয় রঙিন সাজে। উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয়রাসহ প্রকল্প সংশ্লিষ্টরা।

এদিকে, ট্রেনযাত্রা দেখতে ব্যাপক উৎসুক জনতা দেখা গেছে। প্রথমবারের মতো ট্রেন পেয়ে মাদারীপুর, শরীয়তপুর ও মুন্সীগঞ্জবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি