ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

ঈদের ছুটি ১ দিন বাড়লো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ১০ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৬:১৯, ১০ এপ্রিল ২০২৩

সরকার নির্বাহী আদেশে আগামী ২০ এপ্রিল বৃহস্পতিবারকে ছুটি ঘোষণা করেছে। ফলে ঈদের ছুটি একদিন বাড়লো। 

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল শনিবার ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করে ২১ থেকে ২৩ এপ্রিল ঈদের ছুটি তালিকা করেছিল সরকার। এর আগে ১৯ এপ্রিল বুধবার শবে কদরের ছুটি। মাঝে ২০ এপ্রিল বৃহস্পতিবার অফিস খোলা ছিল।

এবার বৃহস্পতিবারকে ছুটি ঘোষণা করলো সরকার। ফলে ১৯ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ৫ দিন ছুটি থাকছে এবারের ঈদে।

এএইচ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি