ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

আরও ৪ দিন তাপপ্রবাহের পর বৃষ্টির আভাস

মাহমুদ হাসান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ১৫ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৫:৩৬, ১৫ এপ্রিল ২০২৩

১৮ এপ্রিলের আগে তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই। তবে এখন আকাশে মেঘ জমতে শুরু করেছে।  ফলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে এবং অস্বস্তিকর ভ্যাপসা গরমে ভুগতে হবে। এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

এদিকে হাসপাতালে বেড়েছে হিট স্ট্রোকের রোগীর সংখ্যা।  চিকিৎসকরা বলছেন, তাপদাহে একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়াই ভালো। 

দুই সপ্তাহ ধরে রাজধানীসহ সারাদেশে বয়ে যাচ্ছে তাপদাহ। গরমের পারদ ছাড়িয়েছে চল্লিশ ডিগ্রির সীমানা। অতিষ্ট হয়ে উঠেছে খেটে খাওয়া সাধারণ মানুষ। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, ১৮ এপ্রিলের আগে তাপমাত্রা কমার কোন সম্ভাবনাই নেই। তবে সুখবরটি হচ্ছে বিশ এপ্রিলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়াবিদরা।

হাসপাতালে বাড়ছে হিট স্ট্রক, বোমি জ্বরের রোগীর সংখ্যা। তাপপ্রবাহের কারণে ছোট শিশুদের পাশাপাশি বয়স্করা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। চিকিৎসকরা বলছেন, দেশের তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রয়োজন ছাড়া বাসা বাড়ি থেকে বের না হওয়াই ভালো।

এই সময়ে বেশি বেশি বিশুদ্ধ পানি পান এবং বিশ্রাম নেয়ার কথাও বলেছেন তারা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি