ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ৭ মে ২০২৩ | আপডেট: ১৪:১৮, ৭ মে ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে। সীমান্ত রক্ষায় যুক্ত করা হয়েছে অত্যাধুনিক অস্ত্র।

রোববার (৭ মে) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৯৯তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিজিবি। তাদের কর্ম দক্ষতা বাড়াতে বাহিনীকে স্মার্ট করে  গড়ে তোলা হবে। 

এসময় বিজিবি ৯৯তম রিক্রুটের সেরা সৈনিকদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। এই ব্যাচে ৫৩৯ জন নবীন সৈনিককে রিক্রুট করা হয়েছে, যার মধ্যে ৩৭ জন নারী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি