ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

প্রথমবার ঢাকায় মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ১১ মে ২০২৩

চার দিনের সফরে সস্ত্রীক ঢাকায় এসেছেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। মরিশাসের কোনো প্রেসিডেন্টের ঢাকায় এটি প্রথম সফর।

বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। 

এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক। 

সফরকালে মরিশাসের প্রেসিডেন্ট ঢাকায় ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেবেন। বৈঠক করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে। 

ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করবেন মরিশাসের প্রেসিডেন্ট। এছাড়া বাংলাদেশের পোশাকশিল্প পরিদর্শন করবেন তিনি। 

চার দিনের এ সফর শেষে আগামী ১৪ মে ঢাকা ছাড়বেন মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি