ঢাকা, রবিবার   ১৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সফল বাংলাদেশ: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ১১ মে ২০২৩ | আপডেট: ১৬:১৩, ১১ মে ২০২৩

Ekushey Television Ltd.

বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপি স্বাস্থ্যখাতে সহায়তা বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন তিনি।

আজ (বৃহস্পতিবার) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সার্বজনীন স্বাস্থ্যসেবা তরান্বিত বিষয়ক শীর্ষ পর্যায়ের এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ক উপদেষ্টা সায়মা ওয়াজেদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক।

মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন দেশের স্বাস্থ্যসেবায় সরকারের ভূমিকা। গবেষণা ও কারিগরি বিশেষজ্ঞের প্রয়োজনীয়তার কথাও জানান। 

প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা বা ওষুধ খাওয়ানো নয়, সেই সাথে সাথে তার খাদ্য নিরাপত্তা,পুষ্টি নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং তাকে সার্বিক যে শিক্ষা দেওয়ার সেটা বাংলাদেশ দিয়েছে।

আধুনিক বিশ্বে পিছিয়ে থাকা দেশগুলোকে সহযোগিতায় ধনী দেশগুলোকে এগিয়ে আসার আহবান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটা ভুললে চলবে না ছোট্ট একটা ভূখণ্ড কিন্তু বিশাল জনগোষ্ঠী। সামাল দেওয়া খুবই কষ্টের, তারপরও আমরা করে যাচ্ছি। তাতে যথেষ্ট সাফল্য অর্জন করেছি।

প্রধানমন্ত্রী বলেন, ইউনিভার্সেল হেলথ কেয়ারের বিষয়ে ধনী দেশগুলোকে আরও এগিয়ে আসতে হবে। এই ক্ষেত্রে তাদেরকে বড় ফান্ড দিতে হবে। কারণ স্বাস্থ্যটাই হচ্ছে সকল সুখের মূল। 

রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা প্রদানে দক্ষ জনবল প্রয়োজন বলেও উল্লেখ করেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, আমাদের অভিজ্ঞা, কিভাবে কাজ করলাম সেটা সবাই জানাতেও চাই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি