ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় মোখা: ১২ ফুটেরও বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ১৩ মে ২০২৩

Ekushey Television Ltd.

আজ সন্ধ্যা থেকেই কক্সবাজার উপকূলে শুরু হতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রবর্তী অংশের প্রভাব। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরে মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম ফেনী, নোয়াখালী, লক্ষীপুর, চাঁদপুর ও ভোলায় আট নম্বর মহাবিপদ সংকেত রয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় দেড়শ’ কিলোমিটার। 

কক্সবাজার, চট্টগ্রাম এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে আট থেকে ১২ ফুটেরও বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। আর উপকূলীয় বেশক’টি জেলায় ৫ থেকে ৭ ফুটেরও বেশি উচ্চতার জলোচ্ছাসের শঙ্কা দেখছে আবহাওয়া অফিস। 

এরইমধ্যে চট্টগ্রাম বন্দরের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে সব জাহাজকে বন্দর ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। 

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কিছু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ অথবা আংশিক চালু থাকবে। এতে করে বাড়তে পারে লোডশেডিং।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি