ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু ৩১ মে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ১৫ মে ২০২৩

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে ৩১ মে। ওই দিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করার কথা রয়েছে। এই বাজেট অধিবেশন হবে একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন। আগামী ২৫ জুন বাজেট পাশ হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি