ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই, হতে পারে বৃষ্টি
প্রকাশিত : ১৪:১৩, ১৫ মে ২০২৩
সমুদ্র বন্দরসহ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই, তবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।
সোমবার সকাল ১১টায় অধিদপ্তরের পরিচালক জানান, চট্রগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এছাড়া আজ সন্ধ্যা পর্যন্ত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেয়া হয়েছে।
পশ্চিমা বাতাসের গতির কারণে ঘূর্ণিঝড় মোখা সাইক্লোনে রূপ নিতে পারেনি বলেও জানান তিনি।
আবহাওয়ার পূর্বাভাস খবরে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রংপুর বিভাগসহ রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে যে মৃদু তাপ প্রবাহ হয়ে যাচ্ছে তা প্রশমিত হতে পারে।
এদিকে, অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার-মায়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সকারে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে গুরুত্বহীন হয়ে পড়বে।
এএইচ
আরও পড়ুন